Wednesday, December 14, 2022

Morocco lived a dream!


Alhamdulillah!

Morocco lived a dream! I don’t think that dream is wasted at all. That dream has already been passed to millions of African, Arab, and Muslims to believe that it’s possible to dream big! 

Go and wipe off the humiliation and pain of old colonial days - in football and in every aspect of lives and revive the old glory.

Inshallah next time!


ভাত দেয়ার মুরোদ নাই, কিল মারার গোঁসাই

 "..মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাহেব আজ (১৪ ডিসেম্বর) সকালে বুদ্ধিজীবী দিবসে সাজ্জাদুল সুমনের বাড়িতে গেলেন। ২০১৩ সালে গুম হয়েছিল। তার বাড়িতে উনি গেলেন। আমি সবিনয় তাঁকে জিজ্ঞেস করি, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি মাসে কতজন গুম হয়..."

পয়েন্ট টা কী?
যুক্তরাষ্ট্রে গুম হয় তাই বাংলাদেশে গুম হওয়াটা কি গ্রহণযোগ্য? যুক্তরাষ্ট্রে নারীরা ধর্ষণের শিকার হয় - মানুষ খুন হয়, তাই বাংলাদেশে হলে সেটা এতো বিশাল ব্যাপার কেন? সেদিন শুনলাম যুক্তরাজ্যে-ইউরোপে লোডশেডিং হয়, বাংলাদেশেও এখন লোডশেডিং হয়। তাতে এতো চিল্লাচিল্লির কী আছে? আরেকদিন শুনলাম, ভারতে দুর্নীতি হয়, বাংলাদেশেও কিছুটা দুর্নীতি হলে কী সমস্যা। ইউরোপেও জিনিসপত্রের দাম বেড়েছে, বাংলাদেশেও দাম বেড়েছে। এতটা আধৈর্য্য হলে কি চলে?
আরে ভাই, এভাবে সারা পৃথিবীর সব খারাপ জিনিষগুলি যদি একটা দেশের মধ্যে জড়ো করেন, তাহলে বুঝেন দেশের মানুষগুলির কী অবস্তা হয়? দেশের মানুষগুলিরে একটু দয়া করা যায়না?
যুক্তরাষ্ট্রে মানুষ গুম খুন হয় - কিন্তু আর কি হয়? এখানে ৯১১ কল করলে ৩ মিনটের মধ্যে পুলিশ আপনার দরজায় উপস্থিত হয়। যুক্তরাজ্যে সাধারন চিকিৎসা ব্যবস্থা সবার জন্য ফ্রীতে দেয়া হয়। ভারতের মতো দেশেও মন্ত্রীরা অন্যায় দু্র্নীতি করলে মাঝে মধ্যে পদত্যাগে বাধ্য হয় - নিদেনপক্ষে নির্বাচনে জনগনের সামনে আবার দাড়ায়।
যুক্তরাজ্যে ইউরোপে এমনকি ভারতের ভালো জিনিষগুলোকে বাংলাদেশে আনতে পারলে ভালো হতো না কি?
একটা বাংলা প্রবাদ-প্রবোচনের কথা মনে পড়ে গেলো - 'ভাত দেয়ার মুরোদ নাই, কিল মারার গোঁসাই'।

https://www.prothomalo.com/politics/5k57ipjzci

Tuesday, December 13, 2022

Justify your humanity!

Nazi Germany killed Anne Frank, a young Jewish girl!

She was just fifteen when she died! 

In Nineteen Forty Four.

The world knows her sufferings, rightly so!

We cried for her tragedy and death! Rightly so!




Apartheid Israel killed Jana Zakarneh, a young Palestinian girl!

She was just fifteen when she died!

Brutally shot in a night raid-

Yesterday!


Jana and Anne both were fifteen

Jana was killed by the Zionist evil

Anne was killed by the Nazi evil

Jana and Anne had dreams to live

But cut short by the evils!


How would you justify your humanity?

When your hearts cried for Anne Frank, while-

You don’t even know who Jana Zakarneh was!


References:

https://www.reuters.com/world/middle-east/israeli-troops-kill-palestinian-girl-west-bank-palestinian-ministry-2022-12-12/

https://www.middleeasteye.net/news/israel-palestine-killing-girl-us-calls-accountability

https://www.annefrank.org/en/anne-frank/the-timeline/#137