Sunday, May 31, 2020

কি বিচিত্র এই পৃথিবী আর তারচেয়েও বিচিত্র তার অর্থনীতি

অকটেনের (এখানে বলে গ্যাসোলিন বা গ্যাস) দাম আজকে দেখলাম ১ গ্যালনে $১.৩৯ ডলার (১১৭ টাকা) যা লিটারে করলে দাড়ায় প্রায় ৩০ টাকার মতো। আক্ষরিক অর্থে যাতে বলে পানির দামে গ্যাস বিক্রি হচ্ছে।
মনে আছে ২০০৯-২০১০ সালের কথা- যখন এই একই গাড়ির গ্যাস ট্যাংক ভরতে লাগতেই $৫০ থেকে $৬০ ডলার। এক গ্যালন তখন সাড়ে চার ডলারের মতো হয়েছিল। অবস্থা এমন দাড়িয়েছিল যে গ্যাস স্টেশনে যেয়ে বলতাম “ভাই $৫০ ডলারে যতটুক ভরে তাই দেন।” আর আজকে সেই একই গাড়ির ট্যাংক ভরতে লাগছে $২২.৫০ ডলার। বাংলাদেশে শেষ কবে জিনিসের দাম কমতে দেখেছেন?
কি বিচিত্র এই পৃথিবী আর তারচেয়েও বিচিত্র তার অর্থনীতি।

No comments:

Post a Comment