Wednesday, October 20, 2021

সময়ের ডাক: শিখুন কীভাবে বুদ্ধিমত্তার সাথে তথ্যের ব্যবহার করতে হয়!

নীচের ভুয়া খবরের কথা কি মনে আছে? ধর্ম প্রীয় মানুষের রাগ উস্কে দিতে আসল শিরোনামটি মুছে দিয়ে বসানো হয়েছিল একটা মিথ্যা শিরোনাম। আসল ছবিটি ছিল ভূমিকম্পের আগে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ভেঙে পড়ার  পুরনো একটা ছবি যেটাকে থিয়েটার হিসেবে গুজব ছড়ানো হয়েছিল। শুধু একটি ছোট গুগল ইমেজ সার্চ করেই এই ভুয়া খবরটা ধরে ফেলা যায়। কিন্তু আমাদের সার্চ করার এত সময় কই? কে কার আগে আমরা অন্যদের সাথে শেয়ার করবো তার জন্য আমরা সবাই খুবই ব্যতিব্যস্ত।

আসল ছবি কিন্তু মিথ্যা হেডলাইন
আসল ছবি এবং আসল খবর

যুগ যুগ ধরে মানুষ যেমন তথ্য ব্যবহার করে আসছে - সেই সময়ের মত করে - তেমনিই বিশেষ গোষ্ঠী ও জাতি তার নিজের সুবিধার জন্য এর অনেক অপব্যবহারও করে আসছে। তবে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোনের সর্বজনীনতা অতীতের তুলনায় এটিকে অনেক বড় চ্যালেঞ্জ করেছে। এই প্রযুক্তিগুলি প্রতিটি মানুষকে এক একটি "নিউজ আউটলেট" বানিয়েছে এবং একটি বোতাম বা স্পর্শের সাহায্যে আমরা পৃথিবী জুড়ে হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি। যেহেতু এই ক্ষমতা আমাদের হাতে এসে গেছে তাই তার জন্য আমাদেরকে অনেক বেশী দায়িত্বশীলও হতে হবে। ক্লিক করার আগে আপনাকে এর সত্যতা যাচাই করতে হবে। এখন, প্রশ্ন হল আপনি এটা কিভাবে করবেন? প্রযুক্তির যেমন তথ্যের ছড়ানোকে সহজ করছে তেমনি তথ্যের সত্যতা যাচাই করাও এখন খুবই সহজ হয়ে গেছে। এখনকার প্রযুক্তি ব্যবহার করেই এর সত্যতা নিমেষেই যাচাই করা যাবে। সামনে হয়ত নতুন নতুন প্রযুক্তি আসবে ভবিষ্যতে প্রযুক্তি র কিন্তু মৌলিক বিষয়গুলো একই থাকবে। এখন দেখা যাক কি ঘরে  বসেই এটা অতি সহজে করা যাবে:

- বিষয়টির প্রাথমিক জ্ঞান অর্জন করুন। যদি আপনার জ্ঞানের একমাত্র উৎস সেকেন্ড হ্যান্ড প্রসেসড ইনফরমেশন হয়, তাহলে আপনি ভুল তথ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। এটি তাজা খাবার খাওয়ার পরিবর্তে খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়ার মতো আপনার স্বাস্থ্য সমস্যা এবং রোগের সম্ভাবনা বাড়ায়। মৌলিক জ্ঞ্যান অর্জন করুন- যেমন ভূগোল, ইতিহাস, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গনিত, রসায়ন, চিকিৎসা, ধর্মীয় গ্রন্থ, ইত্যাদি।

- তথ্য যাচাই করার জন্য কমপক্ষে তিনটি উৎস রাখুন (আরও বেশি হলে আরো ভাল কিন্তু তিনটির নিচে যাবেন না)। প্রথমে আপনার উৎস স্থাপন করুন এবং তারপর এটি যাচাই করার জন্য "ট্রায়াঙ্গুলেশন" বা “ত্রিভুজীকরণ” কৌশল ব্যবহার করুন। উৎস নির্ধারণ করার সময়, নিশ্চিত করুন যে সেগুলি ডাইভার্সিফাইড উৎস থেকে যাচাই বাছাই করা হয়েছে ( তার মানে- এক উৎস আরেক উৎসের তথ্য ব্যবহার করছে না। যেমন স্বাস্থ্য তথ্য যাচাই করার জন্য নিরপেক্ষ উৎস (যেমন www.wikipedia.org), আমেরিকান উৎস (www.cdc.gov), আন্তর্জাতিক উৎস (www.who.int), কিছু এশিয়ান/আফ্রিকান/ইউরোপীয় উৎস ব্যবহার করুন।অবশেষে জীববিজ্ঞান এবং চিকিৎসাশাস্ত্রের মৌলিক বিষয়গুলি থেকে আপনার গবেষণা ব্যবহার করুন। যদি আপনি এটা করতে না পারেন, তাহলে অন্যদের মধ্যে সেই তথ্যগুলি শেয়ার করে দয়া করে অন্যের ক্ষতি করবেন না।

সংক্ষেপে আবার বলছি: 

আপনি তথ্য প্রকাশ করার আগে ভালো করে চিন্তা করুন।

শেয়ার করার আগে যাচাই করুন।

একটু অপেক্ষা করুন।

অতপর চিন্তা শেষ করার পরেই শুধু মাত্র শেয়ার করুন। 

মনে রাখবেন: সর্বদা "ট্রায়াঙ্গুলেশন" বা “ত্রিভুজীকরণ” কৌশল ব্যবহার করে, তথ্যের নির্ভরযোগ্য উৎস ব্যবহার করে ভালো করে যাচাই করুন। পরে যেন নিজের কৃতকর্মের জন্যে নিজেই অনুতপ্ত না হই, অনিচ্ছাকৃত ভাবে যেন কারো ক্ষতি না করি, নিজেকে এবং নিজের পরিবারকে অন্যের কাছে ছোট ও হাস্যকর না বানাই।


সুরা আল-হুজুরাতে মুসলমানদের জন্য কিভাবে সামাজিক জীবনকে পরিচালিত করতে হয় তার বিস্তারিত বিবরণ রয়েছে- অন্যের উপর গুপ্তচরবৃত্তি না করা, উপহাস ও খারাপ নামে না ডাকা, অথবা সম্ভাব্য কারণ ছাড়া অনুমান না করার কথা বলা আছে। সেখানে খুবই কঠোর ভাবে গীবত করার ক্ষতিও ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, আমরা অনেকেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে নতুন সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মটি পেয়েছি, তা আমাদের বাস্তব জীবনের সাথে খাপ খাওয়াতে পারিনি। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব আরো বেশি-  বুদ্ধিমত্তার সঙ্গে এবং ন্যায়সঙ্গতভাবে এই তথ্য প্রযুক্তির ব্যবহার করতে হবে।


যদিও এটি যেকোনো মাধ্যমের জন্য সত্য কিন্তু যেহেতু প্রযুক্তি প্ল্যাটফর্মগুলি এখনো অনেকর জন্য নতুন এবং এর থেকে ক্ষতির সম্ভাবনাও অনেক বেশী, তাই আমরা যখন তথ্য ব্যবহার করব তখন আমাদেরকে দ্বিগুণ সতর্ক থাকতে হবে। এটা শুধু উচিত বললে ভুল বলা হবে, এটা আমাদের জন্য অবশ্য কর্তব্য।কারনঃ আল্লাহ তায়ালা বলেন:


يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٍ۬ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَـٰلَةٍ۬ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَـٰدِمِينَ


“মুমিনগণ! যদি কোন পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোন সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও। " সূরা হুজুরাত (৪৯:৬)


إِذۡ تَلَقَّوۡنَهُ ۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٌ۬ وَتَحۡسَبُونَهُ ۥ هَيِّنً۬ا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌ۬


“যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে এবং মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে, যার কোন জ্ঞান তোমাদের ছিল না। তোমরা একে তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল। "সূরা নূর (২৪:১৫)


https://thinksimplealways.blogspot.com/2021/10/learn-how-to-handle-information-wisely.html

Tuesday, October 19, 2021

Each of us are fungible?

There is an age old principle of fungibility of resources that is essentially saying that you can replace anything with anything else. In a broad sense, when we're agreeing with the theory of fungibility, it's somewhat true that we, as a human being, are proven to be fungible in this world or in a narrow perspective, human beings are being recycled for millions of years. But when it comes to field of Software Engineering or , in general, Knowledge based economy, I can't agree with that principle of fungibility of IT people.

Take an example of digging the earth to cut a pond or carrying a heavy load, and for which I can clearly envision how the people are fungible. You can replace person X with person Y and immediately the person Y can start being productive when the energy level and some other primitive qualities. But what happen when a software engineer is to be fungible in a project of developing a software? Can we truly replace the person X with person Y, considering that all the necessary technologies and necessary skills are close match. Here comes the ingenuity of software development or knowledge based work where the skills aren't not only in consideration but Subject Matter Expertise (SME) plays a big factor to be equally productive when replaced. There's an agreed characteristic of a software programmer is that the programmer actually compiles and executes the entire codebase in his/her head while developing any application. Here I'm kind of   saying that subject matter expertise is about loading a software code in the progammer's head and then executing the business cases of that software against it which you can't replace overnight. More over it's not even known how the thinking process works in our brain completely and even though some of which is known but aren't transferrable to another brain. It becomes more complex when the role of software designer comes into play. Even though we develop design documents and all sorts of artifacts, they're not truly the reflection of the thought or knowledge of that software designer but that's only a communicable part of the software design that is, to my believe, not more than 30 to 40 percent of the software design's knowledge and when another person picks them up from that software artifacts they loose some of it because of preconception, ability and other neuro-psychological factors.

Monday, October 18, 2021

Learn how to handle information wisely before you share with others

Remember this below fake news? the original title was changed with a a fake title to instigate anger. The original picture was an older picture of a earthquake collapsed apartment building collapsed during the earthquake years before the incident and relabeled as a theatre. Just a quick Google Image search reveals the fake news. But we don't have time to do a quick google search but we are busy to share with others first before we even process the information.


FAKE IMAGE


ORIGINAL IMAGE


Surah Al-Hujurat has great detail for Muslims on how to deal with social life. It talks about not spying on others, not to mock and call names, or not to assume without having probable cause. It also explained the harm or filthiness about backbiting in a most strong manner. However, somehow many of us couldn’t correlate that to the new platform that we got through Information Technology, the social media. Muslims need to be able to use the information wisely and justly. 

Throughout human history information was used and abused for the benefit of particular groups and nations. However the omnipresence of the Internet, social media, and smartphones made this a much bigger challenge than in the past. These technologies have made every human being a “news outlet” and with the click of a button or touch, we can reach thousands and millions of people across the earth. As a Muslim, we’re the least educated in information handling in this Information Technology era, especially, when it comes to sharing information on the social media platforms. Though this is true for any medium but as the technology platforms are more subtle to understand and the harm can be out of proportion, we should be doubly cautious when we use information. So why should we worry about what we share? It comes from Allah:

يَـٰٓأَيُّہَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن جَآءَكُمۡ فَاسِقُۢ بِنَبَإٍ۬ فَتَبَيَّنُوٓاْ أَن تُصِيبُواْ قَوۡمَۢا بِجَهَـٰلَةٍ۬ فَتُصۡبِحُواْ عَلَىٰ مَا فَعَلۡتُمۡ نَـٰدِمِينَ

“O ye who believe! If an evil-liver bring you tidings, verify it, lest ye smite some folk in ignorance and afterward repent of what ye did.” Surah Al-Hujurat (49:6)


إِذۡ تَلَقَّوۡنَهُ ۥ بِأَلۡسِنَتِكُمۡ وَتَقُولُونَ بِأَفۡوَاهِكُم مَّا لَيۡسَ لَكُم بِهِۦ عِلۡمٌ۬ وَتَحۡسَبُونَهُ ۥ هَيِّنً۬ا وَهُوَ عِندَ ٱللَّهِ عَظِيمٌ۬

“Behold ye received it on your tongues and said out of your mouths things of which ye had no knowledge; and ye thought it to be a light matter, while it was most serious in the sight of Allah. “ Surah Al-Noor (24:15)


The above ayaths should give us enough chilling effect before you click, share or like a news or content on social media as you would have to make sure that those contents are correct and the messenger is trustworthy. You have to verify the information before passing it on. Now, the question is how do you do it? It’s rather easier to identify the validity of the information because of the technology as well. The use of technology will change in future but the fundamentals remain same:

  • Acquire primary knowledge of the subject. If your only source of knowledge is second hand process information, you’re highly susceptible to misinformation. It’s like eating too much processed food instead of eating fresh food increases your chance of health issues and diseases. Learn fundamental knowledge, such as, Geography, demography, Economy, Social Sciences, Physics, Chemistry, Medicine, Math, etc. And as a Muslim, you must learn the Quran and Sunnah.

  • Have at least three sources (more is better but don’t go below three) to verify information. Establish your sources first and then use triangulation technique to validate it. While determining the sources, make sure those are diversified and distributed and aren’t using each other's information. E.g. to validate health information use American sources (www.cdc.gov), International sources (www.who.int), some Asian/African sources and finally use your research from the fundamentals of Biology and Medicine. If you don’t have those, don’t bother to share those information among others.


To recap: remember to pause before you publish, ponder and verify before you share, and always use authentic sources of information using Triangulation technique.


আমি একজন মুসলিম! আমি মর্মাহত! আমি অনুতপ্ত! আমি ক্ষুব্ধ!

 আমি একজন মুসলিম!

আমি মর্মাহত! আমি অনুতপ্ত! আমি ক্ষুব্ধ!

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা নিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা খুবই দুঃখজনক। একজন মুসলিম হিসেবে এটি আমার জন্য খুবই কষ্টের একটা অনুভুতি। একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব হলো রাষ্ট্রীয় সীমানার মধ্যে প্রত্যেক মানুষের সুরক্ষা নিশ্চিত করা, সেটা যে ধর্মেরই হোক না কেন।কেউ যখন একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে এর কাঠামোর মধ্যে অর্পণ করে তখন এটা একটি সন্ধিপত্র হিসেবে কাজ করে। তখন সব নাগরিকের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায় - বিশেষত সংক্ষালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা - কেননা তাঁরাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতা অনুভব করে। কেউ যদি কোন অন্যায় করে, সেটা যে ধর্মেরই হোক না কেন তখন তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু কেউ যদি ইসলাম এর নামে কোন মন্দিরে হামলা চালায় অথবা হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর আক্রমণ করে (এমনকি কথার খাতিরে যদি ধরেও নেই যে কেউ ইসলাম এর অবমাননা করেছে- যদিও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে) তখন আমাদের বাকি সব মুসলিমদের জন্য কর্তব্য হয়ে পড়ে এর প্রতিবাদ করা ও তাদের সাহায্যে এগিয়ে আসা। তা না হলে আমি যখন শেষ বিচারের দিনে আল্লাহর সামনে দাড়াবো তখন আমাকে এর জন্য অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে।


আল্লাহ্ তায়ালা বলেন,,,

‎وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًا بِۢغَيْرِ عِلْمٍ 

‘হে ঈমানদারগণ! তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা-উপাসনা করে, তোমরা তাদের গালি দিও না। যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গালি দিয়ে না বসে। 

(সূরা আনআম: ১০৮)

বিশ্বনবী (সা.) বলেন, ‘

কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুন্ন করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। ’ 

(সুনানে আবু দাউদ : ৩০৫২)


বিঃ দ্রঃ - ধর্মীয় সংখ্যালঘু হিসেবে একজন মানুষ কতটা মানসিক পরিস্থিতির মধ্যে থাকে সেটা যে কখনো ওই অবস্থায় থাকে নাই সে ওটা খুব কমই বুঝতে পারে।

Friday, October 15, 2021

Death

 The best gift humans are born with is Death, which is the only certainty in our life but we tend to forget this and act as if we will never die!

Tuesday, October 12, 2021

Use Facebook but let not Facebook use you!

Disclaimer: Though I may have singled out Facebook but it’s more or less true for any social media platform. 

How do you know Facebook is using you?

  • Everyday you feel the urge to share what you had in the breakfast, lunch or dinner.
  • You take picture intending to show something but your face is shown larger than the objects in the background.
  • You wake up in the morning and first thing comes to your mind to check how many people liked or reacted to your post last night. 
  • Your Facebook video has auto play enabled. When you wanted to watch just one video but ended up watching for half an hour or more.
  • You can’t resist a day not publishing a post on the Facebook. Even if you’ve nothing at all to say, you still post a status like “feeling lonely” or such.
  • By any chance if you take a few days off from Facebook, when you log back in, you try to find if the world had missed you.


How do you know you rather use Facebook, not the other way?

  • You can go live your “normal” social life without logging into Facebook for a week or more.
  • Your supposedly “private” life still remains private.


How to use Facebook effectively?


Imagine! You have a hammer, a miracle tool. This is a very useful tool indeed. You can fix many things with a little bang here and there with this tool. You can also use it as a protection tool from a thug or a hijacker on the street. You can also use it for weight lifting during your exercise. You also can use it as a hook to pull something up or use it as a carry on hook. You can go on and on. But you are smart enough to not to use a hammer for all the necessities in your life. That doesn’t make sense. It’s so obvious to you. Facebook is also a tool, a social media tool but unfortunately it’s not so obvious to us that it’s built for a purpose. However, as it’s a new tool using the mew technologies: Internet and Smartphone, it doesn’t seem so obvious to all of us. A social media platform is purposed to use to connect people who live away from you, and not for your family members living in the same house or friends who you would see daily or weekly and you can go visit them. We would see ourselves as fool if we carry a hammer at all the time but we don’t perceive the Facebook, instagram, Snapchat, etc. in the same way because we still couldn’t grasp its true utility. Moreover the companies are making billions of dollars out of our ignorance so they encourage us to continue with our foolishness. They continue making money and we continue to spiral down to the “social” hell.


How to use Social Media platform as it should be used?


Define the goal(s) of your use of social media platform. It could be anything that’s aligned to the purpose of life such as, connecting with your family members living far apart, as resources for your education, use its Marketplace to do commerce, carrying out activities and awareness campaigns for the cause you believe in, etc. Bottom line is  to making sure that you use this platform only to advance your goal you set forth. Review every now and then to check if you’re within that limit. As soon as you find yourself drifting away from that goal, you should be alarmed and get back to the lane immediately, just like the way the Lane Detector Warning (LDW) in your car works.


If you really want specific instructions: separate a certain time in a day to check social media. Better if you don’t use it everyday. Use only certain days in the week. Predefine it and stick to it.