এটাকে ঢাকার অস্বাভাবিক ছবি বলার সাহস কি কারো আছে?
বিঃ দ্রঃ যেন আমি এই নগ্নতা প্রসারে পরোক্ষ ভুমিকাও না রাখি তাই আমি এই ছবিটাতে একটু পরিবর্তন করেছি। যারা দেখেননি তাদের জন্য বলি - ঢেকে রাখা ছবির অংশটা আপনি আপনার মা-বোন-মেয়েকে দেখাতে পারবেন না।
আমরা আগেও এই ধরণের ঘটনা দেখছি। তার মানে এটা নতুন কিছু না। সত্যি বলতে গেলে, এটি কয়েক দশক ধরে চলা একটা "স্বাভাবিক" চিত্র। আগেও আমরা তেমন কিছু বলি নাই এখনো আমরা তেমন কিছু বলছি না। সর্বোপরি আমরা খুবই "শান্তিপ্রিয় জাতী"। যে যেটা পারে ঝুলাক। যতদিন পারুক ঝুলে থাকুক। আমরা দেখেও দেখবো না! বুঝেও বুঝবো না। আমরা কিন্তু ভাই "শান্তিপ্রিয়"!
কিন্তু এই দেখেও না দেখার মনোভাব এর খারাপ ফলাফল আমাদের পরিবার-সমাজ-রাষ্ট্র কি ভোগ করছে না? আজ না হলেও কাল কি ভোগ করতে হবে না?
আমি বলছি না যে আমাদের প্রজন্মের সব ভাল ছিল আর এখন সব খারাপ। উপরন্তু সত্যি বলতে কি গেলে আসলে আমাদের প্রজন্ম থেকেই সম্ভবত প্রকাশ্য-নগ্নতার এই সমস্যাটির শুরু।
কিন্তু তাই বলে কি আমরা শুধরাবো না?
একটা ব্যাপার আগেই পরিস্কার করে বলি: আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা বিশ্বের অবস্থা আশঙ্কাজনক ভাবে খারাপ এবং তার ভয়াবহ পরিনামও তারা পাচ্ছে। এর পরিনামের যে কী ভয়াবহতা তা এখানে না থাকলে কেউ বুঝতে পারবে না। নগ্নতা, মাদক, হতাশা, মানসিক বৈকল্যতা, পারিবারিক ও সামাজিক প্রথা ভেঙ্গে পড়া, আত্মহত্যা, বাচ্চাদের স্কুল ও বিভিন্ন জায়গায়"গন-হত্যা", বিধ্বস্ত পারিবারিক বন্ধন, সমকামিতা, জেন্ডার-মুভমেন্ট, নিম্ন জন্মহার, আরো অনেক অনেক ভয়াবহ সমস্যা যেসব নিয়ে সামনে এক সময়ে বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ। শুধু কয়েকটা পরিসংখ্যান তুলে ধরলেই তার ভয়াবহতার একটা আঁচ পেয়ে যাবেন: প্রায় দুই কোটিরও বেশি আমেরিকান এখন LGBTQ, ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান ক্লিনিকাল এঙ্জাইটি ও ডিপ্রেশনের (মনঃস্তাত্বিক দুঃশ্চিন্তা ও অবসাদ) এর শিকার, শুধু মাত্র গত বছরই এক লক্ষেরও বেশি আমেরিকান মারা গেছে বন্দুকের গুলিতে যার মধ্যে ছয় হাজার-ই স্কুলের ছোট ছোট বাচ্চা, আর প্রতি বছর প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের মতো আমেরিকান মারা যায় এলকোহল ও অবৈধ ড্রাগ (মদ ও মাদক) সেবনের কারণে। যার একটা বড় কারণ হলো এই সামাজিক বৈকল্য: বস্তু ও ভোগ বাদীতা।
সুতরাং, আমার মন্তব্যে আমেরিকা যে ভালো আছে সেটা মনে করার কোনো কারন নেই কিন্তু আমার কথা হলো- আমরা কেনো সেই পশ্চিমা ভোগবাদী নগ্নতার প্রতিযোগিতায় নেমেছি? যার ফলাফল তো খুব একটা সুখকর নয়। তদুপরি, এটা কি আমাদের বাঙালি "সংস্কৃতির" শিক্ষা? এটা কি আমাদের "ধর্মের" শিক্ষা?আমরা কি আমাদের মা, বোন, মেয়েদেরকে প্রকাশ্যে এমন পোশাক পরতে দিচ্ছি? যদি না হয়, তাহলে আমরা যখন সেই পোস্টারগুলির পাশ দিয়ে যাই তখন আমরা কী ভাবি? এটা হিন্দি সিনেমা বলে বলছি না। হয়ত বাংলাদেশেী সিনেমার অবস্থাও ঠিক এমনই।
কিন্তু এটা কি "নব্বই ভাগ মুসলমানের" দেশ বাংলাদেশের চিত্র হতে পারে? এটা কি "মসজিদের শহর" ঢাকার চিত্র হতে পারে?আমরা যদি এমন প্রকাশ্য নগ্নতার কোনোই প্রতিবাদ না করি, আমাদের যুব সমাজকে নগ্নতা থেকে বাঁচতে সাহায্য না করি তাহলে আমরা আল্লাহর কাছে গিয়ে কী উত্তর দিবো? সমাজে কিছু খারাপ সবসময় থাকবেই! ব্যক্তিগত গোপনীয় অন্যায় ছিল এবংথাকবে। এটা মানব জাতির ইতিহাসের অংশ। আমার এই কথাগুলো মানুষের ব্যক্তিগত গোপনীয় অন্যায় নিয়ে না - সেগুলোঠিক করার দায়িত্ব প্রত্যেকের নিজের। আমার এই কথাগুলো প্রকাশ্য নগ্নতা ও সামাজিক সমস্টিগত অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ এবং এই নগ্নতার অন্যায় থেকে সমাজকে বাঁচানোর চেষ্টা - নিজেকে বাঁচানোর চেষ্টা।
No comments:
Post a Comment