নতুন নতুন বছরের নতুন সূর্য।এই নতুন সূর্যের আলোয় আলোকিত হোক সবার জীবন। এই আলোর বন্যায় ভেসে যাক সব অন্ধকার। আমাদের সকলের জীবন হয়ে উঠুক শুভ্র-সুন্দর এই সকালের মতোই আর আমাদের সবার আত্মা হোক কুপমন্ডুকতা-মুক্ত।
... অনেক কায়দা করে কয়েকটা ভাবের-বাক্য বলার (বৃথাই) চেষ্টা করলাম 🙂। আসলে আজকের এই সূর্যটা আর বাকি দশটা সূর্যোদয়ের মতোই। আরো ভালো করে বললে বলা যায়- আগের হাজার বছরের মতোই একই রকম এই সূর্যোদয়টা। একশ বছর আগে সূর্যটা এভাবেই উঠতো- হাজার বছর ধরেই এভাবেই উঠছে। আর সামনের একশ বা এক হাজার বছর পরেও এভাবেই উঠবে। আমরা শুধুমাত্র বিভিন্ন সান্ত্বনাদানকারী শব্দের ভান্ডার খুঁজে বেরাই নিজেদেরকে ভুলিয়ে রাখতে - পালিয়ে বেরাতে আসল সত্যের কাছ থেকে। ভুলে থাকতে সেই একমাত্র অমোঘ সত্যটাকে:
"প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"
সবই থেকে যাবে।এই পৃথিবীটা চার হাজার কোটি বছর ধরে চলছে। আরো কত শত বা হাজার কোটি বছর চলবে কে জানে? শুধুমাত্র আমরাই থাকবোনা। আমাদের বাপ-দাদা-পরদাদা-তারপরদাদা... সবাই এসেছেন...এই সূর্যটাকেই দেখেছেন...তারপর আবার চলে গেছেন। আমাদের ছেলে-মেয়ে-পুত্র-প্রপৌত্ররা হয়তো আসবে - এই সূর্যটাকেই দেখবে আর দেখে কয়েকটা আবেগীয় বাক্য লিখবে। তারপর আবার সবাই চলেও যাবে। আমাদের মতোই। সাথে থাকবে শুধুমাত্র আমাদের হিসাব-নিকাশটাই। কী অর্জন করলাম গত বছরটাতে - আর কীইবা করব এই নতুন বছরটায়? যখন পৌঁছে যাব শেষ গন্তব্যে আর খোলা হবে আমার হিসেবের খাতাটা তখন দেখতে কেমন হবে সেই যোগ-বিয়োগের ফলাফল?
সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা!
No comments:
Post a Comment