ডোনাল্ড ট্রাম্প আর বেন কার্সেন যে আসলেই "ডেভিল বনাম ইভিল" এর লড়াই তা যেন প্রমান করতেই, বেন কার্সেন একটা বম্ব ফাটালো। এক টেলিভিশন ইন্টারভিউ এ কার্সেন ঘোষণা দিল যে, এমেরিকান মুসলিমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নয়। শুধু তাই না, ইসলাম এমনকি এমেরিকান সংবিধান এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই দেশে প্রেসিডেন্ট হবার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন: এদেশে জন্ম হতে হবে, নিদৃষ্ট বয়সের হতে হবে ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, এটাও পরিষ্কার করে বলা আছে যে, প্রেসিডেন্ট পদপ্রাথ্রী কে ধর্মের পরীক্ষা করানো যাবে না। আমি তো আমার ছেলে কে প্রায়ই বলি যে, তুমি এমেরিকার প্রেসিডেন্ট হবে, প্রথম মুসলিম এমেরিকান প্রেসিডেন্ট। ও বেপারটা কে একটা ড্রিম হিসাবে দেখে।
যাই হোক, আমি অবশ্য এটাকে খুব বড় করে দেখতে চাচ্ছি না। এমন অনেক কৃত্রিম বিধি নিষেধ এই দেশে ছিল আর তার সবই ভুল প্রমানিত হয়ছে: কেউ কখন ভাবেনি যে এমেরিকায় কেথলিক প্রেসিডেন্ট হতে পারে, জন এফ কেনেডি ছিল প্রথম কেথলিক প্রেসিডেন্ট। শুধু তাই নয় আইরিশ কেথলিক প্রেসিডেন্ট। কালো মানুষেরা মানুষ হিসেবে গণ্য ছিল না প্রায় দুইশ বছরের উপরে, এমনকি ভোট ও দিতে পারত না এই মাত্র কিছুদিন আগে। এখন এমেরিকায় বারাক হুসেইন ওবামা দুই দুই বার নির্বাচিত প্রেসিডেন্ট। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ আছে এই দেশেই। শুধু একটা জিনিসই এটা মনে করিয়ে দেয় যে, এমেরিকায় মুসলিম প্রেসিডেন্ট আসবে, হয়ত পঞ্চাশ বছর লাগবে, অথবা একশ বছর, কিন্তু এমেরিকায় মুসলিম প্রেসিডেন্ট হবেই ইনশাল্লাহ।
এই দেশে প্রেসিডেন্ট হবার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন: এদেশে জন্ম হতে হবে, নিদৃষ্ট বয়সের হতে হবে ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, এটাও পরিষ্কার করে বলা আছে যে, প্রেসিডেন্ট পদপ্রাথ্রী কে ধর্মের পরীক্ষা করানো যাবে না। আমি তো আমার ছেলে কে প্রায়ই বলি যে, তুমি এমেরিকার প্রেসিডেন্ট হবে, প্রথম মুসলিম এমেরিকান প্রেসিডেন্ট। ও বেপারটা কে একটা ড্রিম হিসাবে দেখে।
যাই হোক, আমি অবশ্য এটাকে খুব বড় করে দেখতে চাচ্ছি না। এমন অনেক কৃত্রিম বিধি নিষেধ এই দেশে ছিল আর তার সবই ভুল প্রমানিত হয়ছে: কেউ কখন ভাবেনি যে এমেরিকায় কেথলিক প্রেসিডেন্ট হতে পারে, জন এফ কেনেডি ছিল প্রথম কেথলিক প্রেসিডেন্ট। শুধু তাই নয় আইরিশ কেথলিক প্রেসিডেন্ট। কালো মানুষেরা মানুষ হিসেবে গণ্য ছিল না প্রায় দুইশ বছরের উপরে, এমনকি ভোট ও দিতে পারত না এই মাত্র কিছুদিন আগে। এখন এমেরিকায় বারাক হুসেইন ওবামা দুই দুই বার নির্বাচিত প্রেসিডেন্ট। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ আছে এই দেশেই। শুধু একটা জিনিসই এটা মনে করিয়ে দেয় যে, এমেরিকায় মুসলিম প্রেসিডেন্ট আসবে, হয়ত পঞ্চাশ বছর লাগবে, অথবা একশ বছর, কিন্তু এমেরিকায় মুসলিম প্রেসিডেন্ট হবেই ইনশাল্লাহ।
No comments:
Post a Comment