Wednesday, September 16, 2015

The 2016 Presidential Election: Donald Trump and my son at age one

গতকালকে আমি ডোনাল্ড ট্রাম্প এর একটা ভাষণ শুনছিলাম। লোকটা একটা যুদ্ধ জাহাজের ডেক এর উপর মিলিটারী ভেটেরান (প্রাক্তন সৈনিক) দের এক সমাবেশে বক্তৃতা দিচ্ছিল। সেই বক্তৃতা শুনে আমার এক পুরনো গল্পের কথা মনে পড়ে গেল।

আমার ছেলে যখন ছোট ছিল, এক দেড়  বছর এর মতো হবে, তখন ওকে শব্দ শেখানোর জন্য এক ধরনের অদ্ভূত গল্প বলতাম। অনেকটা এরকম: "ঘর থেকে বাইরে যেতে যেতে দেখি একটা ট্রেন", আমার ছেলে তখন টেনে টেনে জোরে বলে উঠত  "ট্রে.............. ন". আমি বলতে থাকতাম ......."ট্রেনে যেতে যেতে দেখি একটা গাড়ি".......তখন ও আবার জোরে বলে উঠত ......."গা ..............ড়ি". এভাবেই চলতে থাকত। "গাড়ি চলতে চলতে দেখি একটা কাক", আমার ছেলে বলে উঠত......."কা..............ক"। আমি বেছে বেছে সেই শব্দ গুলোর উপর জোর দিতাম যেগুলো ও শুনতে চাইত। এর মধ্যে দিয়ে ওকে গল্প বলা হতো আর কথা শেখানোও  হত।

যাই হোক।  ডোনাল্ড ট্রাম্প এর ওই বক্তৃতাটা ছিল একটা অসামঞ্জস্য এবং সস্তা ধরনের বক্তৃতা।  বিভিন্ন কথার ফাঁকে ফাঁকে সে কিছু বাক্য ঢুকিয়ে দিচ্ছিল যেগুলো এই সমাবেশে আসা লোকেরা শুনতে চায়, যেমন..."we will build the great military that nobody would dare to mess with us", "We will give veteran unlimited access to private medical facility", "We'll build a great wall at the boarder with Mexico to stop illegal immigrant", "Japanese are dumping cars and not taking our meats..I will stop this"..bla bla bla. (some of are paraphrased). আর সমাবেশের লোকজন বিশাল জোরে তালি দিতে থাকে অথবা গলা মিলাতে থাকে ওই সব বাক্যগুলোর সাথে।  খুবই কষ্ট করে বক্তৃতাটা দেখা শেষ করতে হলো।  বক্তৃতা শেষ করে সে দর্শকদের দিকে কতগুলো ক্যাপ ছুড়ে মারলো আর লোকজন ঐটা নিয়ে মহা খুশি হয়ে গেল।

আমি আমার আগের মন্তব্যে বলেছিলাম যে, ডোনাল্ড ট্রাম্প এর স্থায়িত্ব হওয়া উচিত স্বল্পদৈর্ঘ্য  ছবির মত ছোট কিন্তু আমাকে ভুল প্রমানিত করে ট্রাম্প এখনও "ফ্রন্ট রানার". রিক পেরি ইতিমধ্যে ছিটকে পড়েছে এই "প্রেসিডেনশিয়াল ঘোড় দৌড় " থেকে। জর্জ বুশের ছোট ভাই জেব বুশ এর অবস্তা যায় যায়।  আর দ্বিতীয় অবস্তানে এসে গেছে আরেক লোক (বেন কার্সেন) যে কিনা অবৈধ অভিবাসীদের বিরুধ্যে "Drone" ব্যবহার করতে চায়। ডোনাল্ড ট্রাম্প এর জনমত পোল নম্বর হলো তিরিশ এর ঘরে আরে বেন কার্সেন আছে বিশের ঘরে।  বাকি সবাই একের নামতা পরতেই ব্যস্ত।  মোদ্দা কথা হলো, এইভাবে যদি চলতে থাকে তাহলে রিপাবলিকান দলের মধ্যে বাছাই প্রতিযোগিতা হবে অনেকটা "Devil বনাম Evil"। আমি এখনো মানতে পারছি না যে এই লোক শেষ পর্যন্ত পর্যন্ত টিকে থাকবে কিন্তু এখনই কি অনেক না?

বি দ্র: আজকে CNN এ রিপাবলকান দলের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান হতে যাচ্ছে আর কিছুক্ষণের এর মধ্যে।  দেখা যাক এই ক্লাউন খেলা আর কতদিন চলতে থাকে 

No comments:

Post a Comment