আজকে সেই ৭ ই মার্চ। কতগুলো কথা যে একটা জাতিকে কতখানি বদলে দিতে পারে, কত দূর নিয়ে যেতে পারে - সেদিন সেটা আরেকবার প্রমানিত হয়েছিল। আমেরিকান প্রেসিডেন্ট এব্রাহেম লিংকন এর গেটিসবার্গ এর ভাষণ, উইনস্টন চার্চিল এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাষণ, আর মার্টিন লুথার কিং জুনিয়র এর "I have a dream", এরকম আরো কিছু মাস্টারপিস যার সঙ্গে তুলনা করা চলে বঙ্গবন্ধু শেখ মুজিব এর সেই ভাষণ। এটি তেমনি একটা ভাষণ যা ৭ কোটি বাঙালিকে পশ্চিম পাকিস্তানিদের অন্যায় এর বিরুধ্যে রুখে দাড়াতে সাহস দিয়েছিল। আমরা অনেক ভাগ্যবান যে যখন এই জাতির প্রয়োজন ছিল এমন এক নেতার যে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে সাহস যোগাবে, জীবন এর চেয়ে আত্মসম্মান কে বড় করে দেখাতে পারবে, তখনি এমন নেতার অবির্ভাব হয়েছিল।
বি:দ্র: গত প্রায় ২ মাস ধরে দেশে গণতান্ত্রিক আন্দোলন চলছে, বিরোধী দল হরতাল অবরোধ দিচ্ছে, বাস পোড়াচ্ছে, মানুষ মারছে। আর বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত সরকার, সংবিধান রক্ষার নামে আরো চার বছর ক্ষমতায় থাকার জন্য যত মানুষের মরা দরকার, যত মানুষকে মারা দরকার তার ব্যবস্থা করে যাচ্ছে। এখন আমাদের বড় দরকার একজন নেতার যে কিনা দাড়াতে পারবে এই দুই জঘন্য রাজনৈতিক দল এর মাঝখানে। পরিক্ষ্কার করে বলতে পারবে: আওয়ামী লীগ যা করছে তা অন্যায়, বিএনপি যা করছে তা অন্যায়, শেখ হাসিনা যা করছে তা অন্যায়, খালেদা জিয়া যা করছে তা অন্যায়।এই অসভ্য রাজনীতি অন্যায়।
[Originally posted on March 7, 2015]
[Originally posted on March 7, 2015]
No comments:
Post a Comment