Tuesday, December 29, 2015

Transcendent patriotism

Wow! This is a slap on political borders and so called "borderline" patriotism. Once we were India, then we became Pakistan, and now we are Bangladesh. A line on a map can't cut through a life. We have people in Bangladesh who love to hate India. We also have people who love to hate Pakistan. When would we be able to stop spreading hate rhetoric against other countries? Loving my country doesn't necessarily qualify me to hate another country.

When Donald Trump propose ban on Muslims, he doesn't distinguish among Indian Muslim, Pakistani Muslim and Bangladesh Muslim. If tomorrow an alien comes to the Earth, it wouldn't distinguish human among any nationality, ethnicity or religion.

If this story doesn't wake us up about the transitive nature about the formation of a political country then nothing will. Let's stop spreading hatred. Let's stop being "transitive" patriot. Let our patriotism transcendent the short lived political borders and turn ourselves to a global citizen.

Ref:

শোওয়ার ঘর ভারতে, বাংলাদেশে রান্নাঘর, দেখুন ভিডিও

বেশি দূরে নয়। কলকাতা থেকে ঘণ্টা তিনেকের পথ। উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের বয়রা গ্রাম। স্বাধীনতার এত বছর পরেও রেজাউল মণ্ডল দুই দেশের বাসিন্দা। ৬৫ বছরের রেজউল সীমান্তের এপার-ওপার নিয়ে ব্যালান্স করে চলেন। তাঁর দুটো ঠিকানা। ভারতের কাছে বাগদা ব্লকের বয়রা গ্রামের লোক। আবার বাংলাদেশের কাছে পরিচিত যশোর জেলার গদাধরপুরের বাসিন্দা। দু’পারের সীমান্তরক্ষীদের কাছে অবশ্য মণ্ডল পরিবারের পরিচিতি ৩৯/১১ পিলারের বাসিন্দা হিসেবে।

 
দেশ ভাগের সময়ে বাড়ির উঠোনের মাঝ-বরাবর চলে গিয়েছে দেশভাগের রেখা। ফলে বসতবাড়িও দেশ ভাগের মত ভাগ হয়ে অর্ধেক পড়ে থাকে ভারতে। বাকি অর্ধেক চলে যায় বাংলাদেশের মধ্যে। কাঁটাতারের বেড়া বসেনি। কিন্তু দিনরাত চলে বিএসএফ আর বিজিবি-র নজরদারি ।
এক সময়ের ধনী ও সম্ভ্রান্ত মণ্ডল পরিবারকে দেশ ভাগের সময় ওদেশে থাকা বিষয় সম্পত্তি খোয়াতে হয়ছে। এখন সম্বল বলতে সীমান্ত মধ্যবর্তী ১৬ বিঘা জমি। যার ৭ বিঘা বাংলাদেশে আর ৯ বিঘা ভারতে। চাষের জমিরও অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে। চাষের পর আগে দু’দেশের অনুমতি নিয়ে সাড়ে দশ মন ধান এদেশে আনতে পরতেন। সীমান্তরক্ষীদের অনুমতির সেই কাগজপত্র আজও সযত্নে রেখেছেন তিনি। কিন্তু এখনকার নিয়মে বাংলাদেশের ফসল বাংলাদেশের বাজারেই বেচে দিতে হয়।
বাংলাদেশের ৯নং স্বরূপদাহ ইউনিয়ন পরিষদে নিয়মিত ট্যাক্স জমা দিতে হয় তাঁকে। এপারের ট্যাক্স তো আছেই। উত্তর বয়রা গ্রামে প্রায় ৬০ ঘর বাসিন্দা। সব বাড়িই সীমান্তের পিলার ঘেঁষা। কিন্তু অর্ধেক ভারতে, অর্ধেক বাংলাদেশে এমন বাসিন্দা কেবল মণ্ডল পরিবারই। সংসারও ছড়িয়ে পড়ছে দুই দেশে। রেজউল মণ্ডল মেয়েদের  বিয়ে দিয়েছেন যশোরে। এক ছেলে হাফিজুর কাজ করেন কলকাতা পুলিশে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে....

Wednesday, December 16, 2015

Need a bottom up approach to eradicate misinterpretation of Islam

The 34 Muslim majority countries' alliance is one of the sound steps toward solving the current problem in the world. That was required to put off the fire that's burning the house. This is a top down approach. But we also need a bottom up approach to educate the billions of Muslim population about the misinterpretation and misappropriation of Islam by the greedy and cruel people around the world.
A sample outline could be: a multi-year initiative needs to be taken by the Muslim leaders and Imams. This initiative would have a clear mission to eradicate the misinterpretation of Islam that are used by the terrorists to recruit Muslims who don't have intellect to determine those falsehoods. The initiative should use the tool like: khutba during Jumma, special speeches, Islamic conferences, printed communication (brochure, leaflets, etc.), online and traditional media communication, etc. These education should be tailored for Parents, Kids, young men and women, senior citizens, etc. Also, one thing to be remember that what works easily in Bangladesh won't work as is in the USA. So the communication should be appropriated for the context of countries and cultures. This is just a rough idea. There are more intellegent people around the world who would have better idea than mine to get this done effectively. 

But things has to start now!

মহান বিজয় দিবসের শুভেচ্ছা: বাংলাদেশ

কাল (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে) মহান বিজয় দিবস। স্বাধীনতার ৪৪ বছর পূর্তি। বাংলাদেশ অনেক কিছু অর্জন করেছে এই ৪৪ বছরে। আবার অনেক কিছু হারিয়েছে। আশা করি আমাদের অর্জন গুলো অতিক্রম করবে আমাদের না-অর্জন গুলো কে। অনেক কিছুতে আমরা উদার হয়েছি আবার অনেক কিছুতেই সংকীর্ণ মনের পরিচয় দিচ্ছি। আশা করি আমাদের স্বাধীনতা আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাবে, আরো উদার মনের মানুষ হিসেবে পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিবে।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!

34 countries alliance against terrorism

Good news www.prothom-alo.com. It was long pending due from Muslim majority countries. No more pushing out the responsibility to outsiders. I don't know whether this alliance would solve the problem overnight but I see this as a first step towards the right direction.
Though this may sound like a moonshot thought but I see this alliance has a future potential, bigger than this current crisis: emerging this into a NATO like organization to end the outside intervention for regional problems.

Saturday, December 12, 2015

Why America is my home

Yesterday Senate committee has declassified the executive summary of more than 500 pages of document which has vividly described how the CIA tortured the detainees in the name of interrogation. The senate committee has harshly criticized the actions of CIA that started after the 9/11 and continued for few years. Though the White House and president Obama had repeatedly pushed out the declassification attempt earlier but finally the executive summary got published. It's expected that in near future the full report would be declassified as well. This is the uniqueness of the United States of America that has the self recycling capability through which the past mistakes are not only acknowledged but put into public trial. This is true for numerous number of events in the history: the systematic cleansing of native Americans, inhuman practice of slavery, segregation of black, Jews and Irish discrimination, Japanese encampment during WWII, Vietnam massacre, etc. In every situation Americans have rectified themselves through acknowledgement of past mistakes and giving freedom and equal rights to those who were subject to the oppressions. Winston Charchil said it as "America ultimately does the right thing after exhausting all the options".

So long a nation can recycle itself through self acknowledgement and self cleansing, it would revive again and again as if it re born again and again and start anew.  In human history, there's a very few nation that had done so and that's the superiority of America and that allures me to call this country as my home even though I wasn't born in this land and have a motherland deep into my heart: Bangladesh

[originally posted on my older blogger.com site sometime in 2014]

সিস্টেমিক অপ্রেসন: ফিলিস্তিন

আমি একটা মুভি দেখেছিলাম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইহুদি নিধনের ভয়াবহ ঘটনা দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ওদেরকে দেখেছিলাম শুধুই মানুষ হিসেবে, ইহুদি হিসেবে না। আমি হয়তো কখনই একটাকে আরেকটার সাথে মিলাতে যাব না কারণ হিটলার এর ওই কাজ টা যেমন চরম অমানবিক ছিল, আজকের ইস্রায়েল এর বর্বরতা তার চেয়ে কোনো অংশে কম না, বরং সময়ের স্কেল এ এটা হিটলার এর বর্বরতাকেও হার মানাবে। 

আমার মনে হয়না রিসেন্ট ইতিহাসে কোনো জাতি এতটা লম্বা সময় ধরে সিস্টেমিক অপ্রেসন এর মধ্যে দিয়ে গেছে। পুরোনো ইতিহাস ঘটলে এমন ঘটনা খুব বেশি না হলেও কিছু অবশ্যই পাওয়া যাবে, যেমন: নেটিভ এমেরিকান রা এর এক উদাহরণ, যেখানে একটা জাতিগোষ্ঠীকে তার নিজের জন্মভূমি থেকে অলমোস্ট মুছে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করিনা যে ফিলিস্তিনে পুরনো সেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটবে কিন্তু এটাও মনে হয় না যে, খুব শীঘ্রই এই বর্ণবাদী হত্যাযজ্ঞ এর অবসান ঘটবে। আমার কেন জানি মনে হয়, এর আশু সমাধান আসলে ইসরায়েল অথবা ফিলিস্তিনে নেই। এর সমাধান আছে পশ্চিমা দেশে, স্পেশালি, আমেরিকাতে। ছোটকালে শোনা দৈত্যকায় মানুষের গল্পের মতো, যেখানে দৈত্যকায় মানুষের প্রাণ ভোমরা থাকে অন্য এক জায়গায়, প্রোটেক্টেড অবস্তায়, ইসরায়েল এর পাওয়ার সেন্টার হলো সুদুর আমেরিকায় - ওয়াশিংটন ডিসি। আমেরিকার পলিসি যদি কোনভাবে পরিবর্তন করানো যায়, যেটা খুব বড় স্বপ্ন মনে হলেও অসম্ভব না, তাহলে পুরো গেম এর অবস্তান টাই তখন পাল্টে যাবে। তবে আমেরিকার পলিসি পরিবর্তন এমনি এমনি হয়ে যাবে না, তার জন্য আমাদের কে চেষ্টা করতে হবে, কঠিন চেষ্টা করতে হবে। বিশেষত আমরা যারা আমেরিকায় আছি। আমাদেরকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপিটাল অর্জন করতে হবে। এবং সেটা ব্যবহার করতে হবে এই অবহেলিত ফিলিস্তিনদের অবস্তা পরিবর্তন করার জন্য। এটাও একদিনে অর্জন করা সম্ভব হবে এই আশা করাটা ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় এটা তুলনামূলক ভাবে দ্রুততর হবে অন্য উপায় এর থেকে। তবে সবচেযে ভালো হবে যখন সব অপশন গুলো পাশাপাশি করা গেলে

Blessing of less!

We human are gifted with 46 chromosomes. Don't ask for more. With just
2 more chromosomes, you would turn into an ape. Gorillas and Chimpanzees are having 48 of them!
Asking always for more may not be a good idea!smile emoticon