আমি একটা মুভি দেখেছিলাম যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ইহুদি নিধনের ভয়াবহ ঘটনা দেখে আমার চোখে পানি এসে গিয়েছিল। আমি ওদেরকে দেখেছিলাম শুধুই মানুষ হিসেবে, ইহুদি হিসেবে না। আমি হয়তো কখনই একটাকে আরেকটার সাথে মিলাতে যাব না কারণ হিটলার এর ওই কাজ টা যেমন চরম অমানবিক ছিল, আজকের ইস্রায়েল এর বর্বরতা তার চেয়ে কোনো অংশে কম না, বরং সময়ের স্কেল এ এটা হিটলার এর বর্বরতাকেও হার মানাবে।
আমার মনে হয়না রিসেন্ট ইতিহাসে কোনো জাতি এতটা লম্বা সময় ধরে সিস্টেমিক অপ্রেসন এর মধ্যে দিয়ে গেছে। পুরোনো ইতিহাস ঘটলে এমন ঘটনা খুব বেশি না হলেও কিছু অবশ্যই পাওয়া যাবে, যেমন: নেটিভ এমেরিকান রা এর এক উদাহরণ, যেখানে একটা জাতিগোষ্ঠীকে তার নিজের জন্মভূমি থেকে অলমোস্ট মুছে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করিনা যে ফিলিস্তিনে পুরনো সেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটবে কিন্তু এটাও মনে হয় না যে, খুব শীঘ্রই এই বর্ণবাদী হত্যাযজ্ঞ এর অবসান ঘটবে। আমার কেন জানি মনে হয়, এর আশু সমাধান আসলে ইসরায়েল অথবা ফিলিস্তিনে নেই। এর সমাধান আছে পশ্চিমা দেশে, স্পেশালি, আমেরিকাতে। ছোটকালে শোনা দৈত্যকায় মানুষের গল্পের মতো, যেখানে দৈত্যকায় মানুষের প্রাণ ভোমরা থাকে অন্য এক জায়গায়, প্রোটেক্টেড অবস্তায়, ইসরায়েল এর পাওয়ার সেন্টার হলো সুদুর আমেরিকায় - ওয়াশিংটন ডিসি। আমেরিকার পলিসি যদি কোনভাবে পরিবর্তন করানো যায়, যেটা খুব বড় স্বপ্ন মনে হলেও অসম্ভব না, তাহলে পুরো গেম এর অবস্তান টাই তখন পাল্টে যাবে। তবে আমেরিকার পলিসি পরিবর্তন এমনি এমনি হয়ে যাবে না, তার জন্য আমাদের কে চেষ্টা করতে হবে, কঠিন চেষ্টা করতে হবে। বিশেষত আমরা যারা আমেরিকায় আছি। আমাদেরকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপিটাল অর্জন করতে হবে। এবং সেটা ব্যবহার করতে হবে এই অবহেলিত ফিলিস্তিনদের অবস্তা পরিবর্তন করার জন্য। এটাও একদিনে অর্জন করা সম্ভব হবে এই আশা করাটা ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় এটা তুলনামূলক ভাবে দ্রুততর হবে অন্য উপায় এর থেকে। তবে সবচেযে ভালো হবে যখন সব অপশন গুলো পাশাপাশি করা গেলে
আমার মনে হয়না রিসেন্ট ইতিহাসে কোনো জাতি এতটা লম্বা সময় ধরে সিস্টেমিক অপ্রেসন এর মধ্যে দিয়ে গেছে। পুরোনো ইতিহাস ঘটলে এমন ঘটনা খুব বেশি না হলেও কিছু অবশ্যই পাওয়া যাবে, যেমন: নেটিভ এমেরিকান রা এর এক উদাহরণ, যেখানে একটা জাতিগোষ্ঠীকে তার নিজের জন্মভূমি থেকে অলমোস্ট মুছে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করিনা যে ফিলিস্তিনে পুরনো সেই ইতিহাসের পুরনাবৃত্তি ঘটবে কিন্তু এটাও মনে হয় না যে, খুব শীঘ্রই এই বর্ণবাদী হত্যাযজ্ঞ এর অবসান ঘটবে। আমার কেন জানি মনে হয়, এর আশু সমাধান আসলে ইসরায়েল অথবা ফিলিস্তিনে নেই। এর সমাধান আছে পশ্চিমা দেশে, স্পেশালি, আমেরিকাতে। ছোটকালে শোনা দৈত্যকায় মানুষের গল্পের মতো, যেখানে দৈত্যকায় মানুষের প্রাণ ভোমরা থাকে অন্য এক জায়গায়, প্রোটেক্টেড অবস্তায়, ইসরায়েল এর পাওয়ার সেন্টার হলো সুদুর আমেরিকায় - ওয়াশিংটন ডিসি। আমেরিকার পলিসি যদি কোনভাবে পরিবর্তন করানো যায়, যেটা খুব বড় স্বপ্ন মনে হলেও অসম্ভব না, তাহলে পুরো গেম এর অবস্তান টাই তখন পাল্টে যাবে। তবে আমেরিকার পলিসি পরিবর্তন এমনি এমনি হয়ে যাবে না, তার জন্য আমাদের কে চেষ্টা করতে হবে, কঠিন চেষ্টা করতে হবে। বিশেষত আমরা যারা আমেরিকায় আছি। আমাদেরকে অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্যাপিটাল অর্জন করতে হবে। এবং সেটা ব্যবহার করতে হবে এই অবহেলিত ফিলিস্তিনদের অবস্তা পরিবর্তন করার জন্য। এটাও একদিনে অর্জন করা সম্ভব হবে এই আশা করাটা ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় এটা তুলনামূলক ভাবে দ্রুততর হবে অন্য উপায় এর থেকে। তবে সবচেযে ভালো হবে যখন সব অপশন গুলো পাশাপাশি করা গেলে
No comments:
Post a Comment