Saturday, June 25, 2022

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ পদ্মা সেতু নির্মাণের জন্য

আমি যখন চতুর্থ শ্রেণীর ছাত্র, আমার আব্বা বাংলাদেশ স্টীল ইন্জিনিয়ারিং কর্পোরেশন এর নারায়নগন্জ ডকইয়ার্ড থেকে খুলনা শিপইয়ার্ডে ট্রান্সফার হয়েছিলেন আর সেই সুবাদে আমাদেরও তখন বছর খানেক খুলনায় থাকতে হয়েছিল। মনে আছে, ঢাকা থেকে খুলনা যেতে হতো প্রায় ছয়-সাতটা ফেরি পার হয়ে। সন্ধ্যায় রওনা দিয়ে খুলনা নিউমার্কেট বই আর টি সি বাস স্ট্যান্ড এ যেয়ে পৌঁছাতাম পরদিন সকালে। তারপর আস্তে আস্তে অনেক গুলো ফেরি উঠিয়ে দিয়ে সেতু হয়ে গিয়েছিল। শেষবার যখন গেছি, ২০০১ সালের দিকে তখন এই একটা মাত্র বাকি ছিল।

আলহামদুলিল্লাহ। এবার সেটাও হয়ে গেল।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ তার সাহস এবং সংকল্পের জন্য- স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেয়ার জন্য। 

আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আরো যাবে, ইনশাআল্লাহ!

https://www.bigganchinta.com/technology/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF

No comments:

Post a Comment