Monday, June 6, 2022

এটা কেমন কথা?

সব উন্নয়নের কৃতিত্বে আমি ভাগ বসাবো,

নিজের জন্য বাহবা নিবো,

আর বাকি সব দায়-দায়িত্ব কি শুধু্ই জনগণের?

অথবা "দায়িত্বশীলসরকারী কর্মকর্তার?


এটা কেমন কথা?


পদ্মা সেতু নির্মাণের বাহবা নিবো ঢাকঢোল বাজিয়ে

আর যখন ৪১ জন জীবন্ত মানুষ মুহূর্তেই নাই হয়ে যায়

পুড়ে মরে সীতাকুণ্ডের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে!

তখন দায়িত্ব মূহুর্তেই ভাগাভাগি হয়ে যায় জনগণের সাথে!

অথবা খুঁজে বের করি "দায়িত্বশীলসরকারী কর্মকর্তাদের।


যখন পোশাক রপ্তানি হুহু করে বাড়িয়ে দিয়ে রপ্তানি আয় দ্বিগুন করে দিল ওরা-

তারজন্য আমি আমার সুদূরদর্শী পরিকল্পনার বাহবা নিলাম। মানি।

কিন্তু যেদিন হাজারেরও বেশি পোশাক শ্রমিক চাপা পড়ে মারা পড়লো রানা প্লাজায়-

তখন কালবিলম্ব না করে দায়-দায়িত্ব সব ভাগাভাগি হয়ে গেল পিলার আর বিরোধী দলের সঙ্গে!


এটা কেমন কথা?


প্রবাসী রেমিটেন্সের বাড়-বাড়ন্তে আমি খুঁজে পাই আমার সাফল্যের।

আর যখন এক বিলিয়ন ডলার মুহূর্তেই নাই হয়ে যায় সরকারী কোষাগার থেকে,

তখন আমি সহজেই দায়িত্ব চাপিয়ে দেই ওই ব্যাংকারদের আর বেচারা ফিলিপাইনের উপর।


ঢাকার সব বড় বড় প্রকল্পের জন্য সাফল্য নিজের করে নিলেন!

মেট্রোরেল...উড়াল সড়ক... নতুন বিমানবন্দর।

সবই মানি।

আর ঢাকা যে বায়ু দূষিত শহরের তালিকায় সবার উপরে চলে গেল!

সেটার কৃতিত্বটা নিতে যে ভুলে গেলেন!


এটা কেমন কথা?


আল্লাহ না করুক

যদি রুপপুর পারমাণবিক কেন্দ্রে এমন কিছু ঘটে?

তবে কি এমনি করে আবার দায়িত্ব ভাগাভাগি হয়ে যাবে?

উন্নয়ন আমার!

আর দায়িত্ব জনগণের?

সেটা কিন্তু হবে পুরো দেশের জন্য এক ভয়াবহ দায়িত্ব।

আমরা চাইনা সেই দায়িত্ব কখনও আসুক।

আমরা কি নিঃসংশয়?


নিজের ঘরের মধ্যে থেকে জলজ্যান্ত মানুষ গুলো গুম হয়ে যায় -

আর তাদের পরিবারগুলোর হাহাকার গুলো আকাশে বাতাসে ভেসে বেড়ায়।

অথচ ভাঙ্গা রেকর্ড বেজেই চলে - "কতৃপক্ষ দায়ী নয়"


এটা কেমন বিচার?


প্রকাশিত মেধাতালিকা কিন্তু নেহাত ছোট না-

ক্যাসিনো বানিজ্য

-কমার্স কেলেন্কারী

দূর্নীতিগ্রস্তের তালিকায় ১৪৭ (১৮০ এর মধ্যে)

...চলছে চলবে...


কৃতিত্বের দায়িত্ব অনেক বড়।

সেই দায়িত্ব অনেক কঠিন।

দায়িত্ব ছেড়ে শুধু মাত্র কৃতিত্ব নিলে সেটা ভিন্ন কথা।

তবে সেটা হবে অসাম্যের কৃতিত্ব!

সেটা হবে অবিচারের কৃতিত্ব!


কবে বন্ধ হবে এই অসাম্যেরএই অসম দায়িত্বের ভাগবাটোয়ারা!

যেখানে শুধু দায়িত্বের বোঝাটাই জনগণের।

আর সব কৃতিত্বের ভাগিদার - 

নির্লজ্জের মতো শুধুই "আমি"


এ কেমন অশ্লীলতা?

No comments:

Post a Comment